আনোয়ারায় ভয়াবহ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল বাস

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের দোকানে ঢুকে পড়েছে। এতে তিনটি দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী থেকে ছেড়ে আসা ‘বাঁশখালী সুপার সার্ভিস’-এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বরুমচড়া রাস্তার মাথায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সজোরে রাস্তার পাশে থাকা দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে তিনটি দোকান দুমড়েমুচড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা বাসটির নিচে চাপা পড়ে সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

অটোরিকশাচালক মফিজ বলেন, বেপরোয়া গতির বাসটি আসতে দেখে আমি রিকশাটি রাস্তার একপাশে রেখে লাফ দিয়ে প্রাণে রক্ষা পাই। বাসটি সজোরে ধাক্কা দিলে আমার সিএনজিটি দুমড়েমুচড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আমার গাড়িটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top