আনোয়ারায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ২টায় উপজেলার কর্ণফুলী টানেল সড়ক মোড়ে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন সম্মুখসারির একজন যোদ্ধা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন। স্বৈরশাসনামলে তাঁকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি রেখে নির্মম নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। এরপরও তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোস করেননি। দেশের মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন তিনি।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top