আনোয়ারায় বিমানবাহিনীর রাডার স্টেশনে আগুন

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বখতিয়ারপাড়াস্থ দেয়াঙ পাহাড়ে বিমান বাহিনীর রাডার স্টেশনের হেলিপ্যাড এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১০) এপ্রিল বিকাল ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

বিশেষ একটি সূত্রে জানা যায়, হঠাৎ রাডার অফিসের ভেতর আগুন দেখতে পেলে আনোয়ারা, কেইপিজেড ও রাডার অফিসের নিজস্ব ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে ওই স্থানে থাকা শুকনো পাতা পুড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্ষয়ক্ষতি কোনোহয়নি। সিগারেট কিংবা এ জাতীয় কোনো কিছু থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

চাটগাঁ নিউজ/এসএ

আরও খবর পড়ুন – চাটগা নিউজ হোমপেজ

 

Scroll to Top