আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় গোয়াল ঘরের মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাথুয়া পাড়ায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিক্ষার্থীর নাম মো. মাসুদুল হাসান রানা (২৪)। তিনি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাথুয়াপাড়া শেখ আহমদ বাড়ির মো. জাহাঙ্গীর মিয়ার পুত্র। তিনি পটিয়া উপজেলার খলিল মীর ডিগ্রী কলেজের বি.এ ১ম বর্ষের শিক্ষার্থী। তিনি তিন বোন এক ভাইয়ের মধ্যে মেঝ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোয়াল ঘরে মেরামত কাজ করার সময় ঘরের ছাদে বৈদ্যুতিক তারের সাথে মাথা লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় গ্রাম পুলিশ মো. বাহার উদ্দিন বলেন, সকালে বাড়ির গোয়াল ঘরের কাজ করার সময় মাসুদ বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে দ্রুত আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট শিক্ষার্থীর মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন