আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় মধ্যরাতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১) এপ্রিল রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে, রবিবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন আহত হয়।
থানা সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা বিএনপির সদস্য আব্দুল গফুর সওদাগর, তার জামাতা মো. সুজন ও থানা পুলিশ বাদি হয়ে আনোয়ারা থানায় ৩টি পৃথক মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— দুধকমুড়া গ্রামের নুরুল আবছার (৫৫), উত্তর বন্দর এলাকার আবুল কালাম আজাদ (৫৩), ডুমুরিয়া গ্রামের আনিসুর রহমান আরফাত (২৬), পীরখাইন গ্রামের মো. শফিউল আলম (২৬), ভিংরোল গ্রামের মোহাম্মদ এরফান (৩১), দুধকুমড়া গ্রামের মো. কাশেম (৪৫) ও তেকোঠা গ্রামের মোস্তাক আহমেদ। গ্রেফতারকৃতরা সংঘর্ষে জড়িত থাকা দু’গ্রুপের লোকজন বলে জানা যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা হয়েছে, এসব মামলায় ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে—জানান তিনি।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন