আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল ১৪ বছর বয়সী এক কিশোরী। এসময় বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ওই কিশোরীকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশনা দেন ইউএনও তাহমিনা আক্তার।
জানা গেছে, গত ১৫ দিন আগে ইসলামী শরীয়ত মোতাবেক কিশোরীর নিকাহ সম্পন্ন হয়। রবিবার রাতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান এবং সোমবার ছিল আনুষ্ঠানিক খাওয়া-দাওয়া ও কনেকে তুলে দেওয়ার দিন। এর আগেই রবিবার দুপুরে বিষয়টি ইউএনও’র দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেন। গায়ে হলুদের আয়োজনের জন্য নির্ধারিত ছিল কনের বাড়ি ও বিয়ের আয়োজন স্থানীয় তালুকদার ক্লাব নির্ধারণ ছিল। তবে অভিযান চালিয়ে ইউএনও সেটি বন্ধ করে দেন এবং মেয়েটির বাবাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, রবিবার দুপুরে গোপনে খবর পেয়ে কনের বাড়িতে যায়। যাচাই-বাছাই করে বাল্যবিয়ের সত্যতা পাওয়া যায়। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়েটির পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে তিনজনের জিম্মায় তাকে দেওয়া হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন