আনোয়ারায় বাজার মনিটরিং: মোবাইল কোর্টে ৫ দোকানিকে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি : কাঁচা সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আনোয়ারায় বাজারে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) দুপুর থেকে উপজেলার জয়কালী বাজার ও কালাবিবি দিঘীর মোড় এলাকায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলাকালীন সময়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকা বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে ৩টি মুদির দোকান ও ২টি রেস্টুরেন্ট মালিককে মোট ২০ হাজার জরিমানা করা হয়৷

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান, মাননীয় উপদেষ্টা ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বাজার মনিটরিং নেমেছি। এসময় ৫টি দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের জন্য উপজেলার প্রতিটি বাজারে প্রতিদিন বাজার মনিটরিং করা হবে।

 

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top