আনোয়ারায় বাজার নিয়ন্ত্রণে প্রশাসন, ১১ ব্যবসায়ীকে অর্থদণ্ড

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাজারের ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২) মার্চ বিকালে উপজেলার প্রাণ কেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। অভিযানে সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।

অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা ও ক্রয় রশিদ না রাখাসহ বিভিন্ন কারণে ১১ জন ব্যবসায়ীকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং সকল ব্যবসায়ীকে ক্রয়কৃত পন্যের রশিদ সঙ্গে রাখার জন্য বলা হয়। এছাড়াও যে সব হোটেল ও রেস্তোরা মালিকগণ ইফতারি সামগ্রী বিক্রয় করার জন্য দোকানের সামনে ফুটপাতের উপরে সামিয়ানা টাঙিয়েছেন তা অতি দ্রুত সরানোর জনন্য নির্দেশনা প্রদান করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, মাহে রমজান মাস উপলক্ষে বাজারে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করে পেলে অসাধু ব্যবসায়ীরা। এতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রথম রোজা থেকে বাজার মনিটরিং অভিযান করা হচ্ছে। এ অভিযান উপজেলার প্রতিটি বাজারে করা হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top