আনোয়ারায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি গ্রেফতার

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলার সন্দিগ্ধ আসামি আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শহিদুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চাতরী স্কুল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে চাতরী ইউনিয়নের একাধিক মানুষের জায়গা দখল, প্রতারণার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের আমলে তার দাপটে অতিষ্ঠ ছিল স্থানীয় মানুষ।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top