চাটগাঁ নিউজ ডেস্ক: আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠে ফের দেখা মিললো বন্য হাতির।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাজীগাঁও গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠের আইল ধরে দুটি বন্য হাতিকে চলাচল করতে দেখে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হাতি দুটি সকাল থেকে ধীরে ধীরে মাঠের আইল ধরে হাঁটছিল। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে হাতিগুলো শান্ত স্বভাবের হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় কৃষক নুরুল আলম বলেন, সকালে জমিতে গেলে দেখি দুটি বড় হাতি ধীরে ধীরে আইল ধরে হাঁটছে। প্রথমে ভয় পেলেও পরে দেখি ওরা শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে যেকোনো সময় ফসল নষ্ট করতে পারে বলে আমরা আতঙ্কে আছি।
আরেক স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন জানান, প্রায়ই এই এলাকায় হাতি আসে। তবে আজকে তেমন কোনো ক্ষতি করেনি। তবুও আমরা সবাই চিন্তিত, কারণ হাতি ক্ষুধার্ত হলে ফসলের ক্ষতি তো হবেই, সাথে মানুষেরও ক্ষতির আশঙ্কা থাকে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারও স্বীকার করেন, হাতি আসার বিষয়ে খবর পেয়েছি। পাহাড় কেটে বসতি স্থাপন ও বনভূমি ধ্বংস হওয়ার কারণে হাতির চলাচল বেড়েছে।
তিনি আরও বলেন, হাতিরা আসলে বন থেকে খাবারের সন্ধানেই গ্রামে নেমে আসে। এজন্য বনবিভাগকে উদ্যোগ নিতে হবে যেন মানুষ ও হাতির সহাবস্থান বজায় থাকে।
উল্লেখ্য, আনোয়ারার বিভিন্ন পাহাড়ি এলাকায় হাতির পাল প্রায়ই দেখা যায়। গত সাত বছরে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে প্রায় ২৩জন এবং আহত হয়েছেন অর্ধ-শতাধিক মানুষ। গেল কয়েক বছরে বনাঞ্চল কমে আসায় তারা খাবারের সন্ধানে গ্রাম ও ফসলি জমিতে ঢুকে পড়ে। ফলে প্রায়ই স্থানীয়দের সঙ্গে হাতির সংঘাতের ঘটনা ঘটছে।
চাটগাঁ নিউজ/এমকেএন