আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সাড়ে নয়টার দিকে অফিস সহকারী মো. ইয়াছিন কর্মস্থলে এসে দেখেন, অফিসের ভেতর এলোমেলো জানালার গ্রিল কাটা, কাগজপত্র ছড়ানো।

জানা যায়, বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে গেছে। ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালের সেবা কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পেছনের দিক দিয়ে ভবনে প্রবেশ করে। তারা কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআরসহ নানান ইলেকট্রনিক সরঞ্জাম ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

অফিস সহকারী মো. ইয়াছিন বলেন, সকালে এসে দেখি জানালার গ্রিল কাটা, ভেতরে সবকিছু এলোমেলো। বেশ কিছু মালামাল নেই। অফিসের গুরুত্বপূর্ণ নথিও ছড়ানো ছিল। বিষয়টি দেখে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দিই।

ফিল্ড অফিসার সানি দাশ বলেন, এই অফিসে প্রতিদিনই অনেক পশুপালক আসে। চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রপাতি থেকে শুরু করে নথিপত্র, সব প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে গেছে। এতে সেবা বিঘ্নিত হবে।

ভেটেনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কোন কোন জিনিস চুরি হয়ে গেছে তার তালিকা করা হয়েছে। পুলিশকে খবর দেয়ার পর ঘটনাস্থলে এসেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা ও সিসিটিভি ব্যবস্থা হালনাগাদ করার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top