আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম আনোয়ারায় প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
বুধবার (২১ মে) বিকালে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ বরুমচড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— বাঁশখালীর চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), বৈলছড়ির নার্গিস আক্তার (৩৬) ও ফখরুদ্দিন (২৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, তৈলারদ্বীপ এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কার ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, বিকেলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন