আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় পরিবেশ দূষণ রোধ ও বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও পিএবি সড়কের কর্ণফুলী টানেল সংযোগ সড়ক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
উপজেলা প্রশাসন সুত্রে জানায়, অভিযান চলাকালীন চাতরী চৌমুহনী বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না রাখাসহ দোকানের বাহিরে মালামাল রেখে বিক্রি করার দায়ে দুই দোকানদারকে ভোক্তা সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একটি দোকানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ রাখায় ৫০০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ৩টি বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে ৬টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং প্রতিটি বাসের বিরুদ্ধে পৃথকভাবে ৩টি মামলা দায়েরপূর্বক সর্বমোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তত্ত্বাবধানে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন