আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জেলেপাড়ায় পূজোর আসন থেকে আগুন লেগে এক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা ও স্বর্ণ অলংকারসহ আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের জেলেপাড়া একালার কালুরাম দাশের পুত্র বাচুরাম জলদাশের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় এলাকায় বিদ্যুৎ থাকায় মুহূর্তেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে ড্রেজারের পানি ব্যবহার করে প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাচুরাম জলদাশ বলেন, সন্ধ্যায় আগুন লাগার সাথে সাথে চারদিকে ছড়িয়ে পড়ে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘর হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এনজিও থেকে এক লাখ দশ হাজার টাকা কিস্তি নিয়ে ৬০ হাজার টাকার মতো খরচ করলেও বাকি আমার ক্যাশ টাকা ছিল যা সব পুড়ে ছাই হয়ে গেছে। সে সাথে আমার মেয়েদের স্বর্ণলংকার পুড়ে গেছে।
এ বিষয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, পূজোর আসন থেকেই এ আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি। খবর পেয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গেলেও গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে ভ্যানযোগে সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, আমরা প্রাথমিকভাবে তাদের জন্য খাদ্য সহায়তা পাঠাবো। ক্ষয়ক্ষতির বিবরণ পর্যালোচনা করে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠাবো। টিনের সহায়তা থাকলে আমরা সেটির ব্যবস্থা করব।
চাটগাঁ নিউজ/জেএইচ






