আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার মামলায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাইলধর থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আরমান উপজেলার উত্তর হাইলধর মহাজন পাড়ার মো. জামাল আহমদের পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আওয়ামী লীগের আমলে দলের প্রভাব কাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মসহ নারীদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে এলাকায় সক্রিয় কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে চুরি, নারীদেরকে হয়রানি ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনির হোসেন জানান, বিএনপির মিছিলে হামলার ঘটনায় মামলার আসামি মো. আরমানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






