আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে তাওহীদুল ইসলাম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাওহীদ স্থানীয় মো. জসিমের একমাত্র ছেলে। জসিম পেশায় একজন মিস্ত্রি।

রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুজিলির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়, ডাক্তার তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top