আনোয়ারায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইফা নুর সোহা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর গ্রামের তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহা ওই এলাকার প্রবাসী মো. সুমনের কন্যা সন্তান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা জানান, দুপুরে ২ বছর বয়সী এক শিশুকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top