আনোয়ারায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে দিনমজুরের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার শঙ্খ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ ছাদেক (৩৫)। তিনি রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।

বাবার মৃত্যুর পর সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। পরিবারে তার মা ছাড়াও এক বোন ও স্ত্রী রয়েছে। পেশায় সে দিনমজুর। এক মাত্র উপার্জন ব্যক্তিকে হারিয়ে দিশেহারা মা ও স্ত্রী। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

স্থানীয় সূত্রে জানায়, দুপুরে ছাদেকসহ কয়েকজন মিলে শঙ্খ নদীতে নৌকা নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে যায়। এসময় সে কাঁকড়া ধরার ফাঁদ বসাতে গিয়ে সাম্পানের রশির সাথে আটকে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় ও স্বজনরা দেড়ঘন্টা খোঁজাখুঁজির পর নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ডা. ছৈয়দ নুর জানান, নিহত ছাদেক পেশায় একজন দিনমজুর। যখন যেই কাজ পাই সেই কাজ করে অর্থ উপার্জন করে সংসার চালায়। আজ স্থানীয় কয়েকজনের সাথে শঙ্খ নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যায়। এসময় নদীর পাড়ে কাঁকড়ার ফাঁদ বসাতে গেলে সাম্পানের রশির সাথে আটকে নদীতে পড়ে গিয়ে জোয়ারের স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে দেড় ঘন্টা পরে ভাটার সময় মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top