আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় চলন্ত গাড়িতে যাত্রীকে নকল স্বর্ণালংকার দেখিয়ে কানের দুল এবং টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সিএনজিসহ চালককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার শিকার হয়েছেন ফয়জুন্নেসা (৩৫) নামের এক গৃহবধূ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার সার্কেল অফিসের সামনে চলন্ত পথে ওই নারী যাত্রীর আর্তচিৎকারে স্থানীয়দের সহায়তায় সিএনজি অটোরিকশাসহ এক চালককে আটক করে। তবে ঘটনার সঙ্গে জড়িত অপর এক ছিনতাইকারী পালিয়ে গেছে বলে জানান ভুক্তভোগী।
আটক ব্যক্তি চন্দনাইশ উপজেলার ৮নং হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর ১নং ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার জফর মিয়ার পুত্র মো. সরওয়ার হোসেন (৪০)।
ভুক্তভোগী ফয়জুন্নেসা আনোয়ারা উপজেলা সদর ইউনিয়নের বিলপুর এলাকার বাসিন্দা।
তিনি জানান, আমার ভাতিজি নুসরাত জাহান মিম এবং নিজ কন্যা নুরে জান্নাত ইভাকে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কর্ণফুলীর দৌলতপুর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় উঠেছিলাম। পথিমধ্যে চালক ও তার সহযোগী কৌশলে নকল স্বর্ণ দেখিয়ে আমার সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই সময় আমার মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করা হলেও সেটি নিতে গিয়ে চলন্ত পথে লোকেরা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করলে সিএনজি অটোরিকশাটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে আনোয়ারা সার্কেল অফিসের সামনে থেকে নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাসহ চালককে স্থানীয়রা আটক করে। এ সময় তার আরেক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, যাত্রীকে নকল স্বর্ণালংকার দেখিয়ে প্রতারণার অভিযোগে একজনকে সিএনজিসহ আটক করা হয়েছে। আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এমকেএন






