আনোয়ারায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় ২ সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব কেয়াগড় কালু মহাজনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত পাপিয়া দাশ (৩৭) স্থানীয় পলাশ দত্তের স্ত্রী এবং বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামে তার বাপের বাড়ি।

স্থানীয়রা জানান, স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তাদের ৭ বছরের সংসারে ২ জন কন্যা সন্তান রয়েছে।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে নিজ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top