আনোয়ারায় দাড়ি টুপি নিয়ে কটুক্তি করা সেই প্রধান শিক্ষকের পদত্যাগ

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া ঠান্ডা মিয়া চৌধুরী (টিএমসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজন।

বুধবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে উল্লেখ করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন ও ছাত্রদের বিভিন্ন দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আমি পদত্যাগপত্র দাখিল করছি।

এর আগে মুসলিম শিক্ষার্থীদের দাড়ি, টুপি ও বোরকা নিয়ে কটুক্তির অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে ওই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি তুলে মানববন্ধন করেন কয়েকবার।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কয়েকদিন ধরে প্রধান শিক্ষাকের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে বিদ্যালয়ে ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শুরু করে। বুধবার এ বিষয়ে উপজেলায় শুনানির দিন ধার্য ছিল। শুনানি চলাকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ ছাড়া উপজেলা চত্বর ত্যাগ না করলে পরে প্রধান শিক্ষক পদত্যাগপত্র জমা দেন।

উল্লেখ্য, প্রধান শিক্ষক চন্দন মহাজন প্রায় সময়ই মুসলিম ছাত্র ছাত্রীদেরকে দাড়ি, টুপি হিজাব নিয়ে কটুক্তি করেন। এছাড়া তার বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, উপবৃত্তির টাকা বিভিন্ন কৌশলে আত্মসাৎ, স্কুল পরিচালনা কমিটির সাথে মিলে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি, সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট নিতে অতিরিক্ত টাকা আদায় ও নিয়মিত পাঠদানের বাইরে বিশেষ ক্লাসের কথা বলে নির্বাচনী পরীক্ষার আগে এবং পরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top