আনোয়ারায় জুয়ার টাকা না পেয়ে মেয়ের স্বামীর হাতে শাশুড়ী খুন

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় জুয়ার টাকা না পেয়ে মেয়ের স্বামীর হাতে রশিদা বেগম (৪৫) নামের এক শাশুড়ি খুন হয়েছেন।

রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক মেয়ের জামাই পলাতক।

নিহত শাশুড়ী স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী। ঘাতক আপন মেয়ের জামাই একই এলাকার ফরিদের ছেলে হেলাল উদ্দিন প্রকাশ মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক মানিকের সাথে নিহত শাশুড়ির মেয়ের বিয়ে হয়েছে দুবছর আগে। এরপর শাশুড়ি আর স্ত্রী থেকে টাকা নিয়ে জুয়া খেলে ঘাতক। জুয়ার টাকা না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করেন তিনি। ঘটনার দিন সকালে স্ত্রীর কাছে টাকা চাইলে তখন টাকা না দেওয়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী আর শালা পালিয়ে গেলে শাশুড়িকে গাছ দিয়ে ভারি মারলে ঘটনাস্থলেই শাশুড়ীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক মেয়ের জামাই পলাতক রয়েছে বলেও জানান স্থানীয়রা।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ওষখাইন গ্রামে আপন মেয়ের স্বামীর হাতে শাশুড়ি খুন হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top