আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার ইছামতি নদীর পাড়ে বিলে ঝাঁক বেঁধে নানা জাতের পাখি উড়ে বেড়ায় মুক্ত আকাশে। এসময় পাখির কিচিরমিচির শব্দে মুখর থাকে পুরো এলাকা জুড়ে। এমন দৃশ্যে মন ভরে যায় সবার। কিন্তু অসাধু ব্যক্তিরা এসব পাখি শিকার করে বিক্রি করে মানুষের কাছে। এমন ঘটনা ঘটেছে আনোয়ারা উপজেলায়।
নদীর পাড়ে বিলের মধ্যে ঝাঁক বেধে উড়তে থাকা ৬৯৭টি জবাই করা পাখি উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলা পরিষদ গেইট এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে পাখিসহ তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন মো. ছৈয়দুল আলম (৬০), মো. ইদ্রিস (৬৫) ও মো. সোহেল (৩০)। তাঁরা চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা।
থানাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে তিনজনকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ১৩৫টি শালিক পাখি, ৪২২টি চড়ুই পাখি এবং ১৪০টি বাবুই পাখিসহসর্বমোট ৬৯৭টি জবাইকৃত পাখি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, আটকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন