আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মিশকাতুল ইসলামের ওপর ছাত্রদল কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মিশকাতুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদরের জয়কালী বাজারস্থ ওয়ালটন প্লাজার সামনে এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক জিয়া (২৫), মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২), মো. জাবেদ (২২)। তারা সবাই আনোয়ারা কলেজ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং দায়িত্বশীল।
অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে সদর এলাকায় ছাত্রশিবিরের দুই নেতাকে পথরোধ করেন আনোয়ারা কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েল। তারা কলেজে যেতে বলেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। একপর্যায়ে তাদের মারতে মারতে টেনে-হিঁচড়ে জয়কালী বাজার থেকে আনোয়ারা কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম জেলা পশ্চিমের ছাত্রশিবিরের সেক্রেটারি ফরমানুর জাহিন বলেন, ৫ আগস্টের পর যখন তরুণরা নতুন ধারার রাজনীতি করতে চায় সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা শক্তি প্রয়োগ করতে চায়। এটি দুঃখজনক। আজকে তারা আমাদের দুই নেতার উপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও যথাযথ বিচারের দাবি জানাচ্ছি।
আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন বলেন, আমরা কলেজের ভর্তি কার্যক্রমে ছিলাম, কলেজে এই ধরণের কোনো ঘটনা ঘটেনি, কলেজের বাইরে কোনো ঘটনা হয়েছে কি-না সেটা আমার জানা নেই।
এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এমন একটি ঘটনায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রিলিজ দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি, একপক্ষ অভিযোগ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে রাত ৮টায় উপজেলা সদরে হামলার প্রতিবাদে উপজেলা ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবিরের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন