আনোয়ারায় চৌমুহনী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে চাতরী চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার ত্রিপুরা।

জানা গেছে, চাতরী চৌমুহনী বাজারে ফুটপাত দখল করে বিভিন্ন দোকানের ভ্যানগাড়ি রাখা হয়। এছাড়া রাস্তার পাশে বাস ও সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নেমা করানো হয়। এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। অন্যদিকে, মুদির দোকানগুলোতে দ্রব্যমূল্য তালিকা না টাঙিয়ে বিভিন্ন পণ্যের দাম অতিরিক্ত রাখা হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ফুটপাতে রাখা দোকানের ভ্যানগাড়ি সরানো হয়। এসময় সড়ক পরিবহন আইনে এক বাস চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ভোক্তা অধিকার আইনে আরও তিনটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার ত্রিপুরা জানান, চাতরী চৌমুহনী বাজারে সড়ক পরিবহন ও ভোক্তা অধিকার আইনে মোট চারটি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়কে গাড়ি থামিয়ে যাত্রী না নেওয়া এবং ফুটপাত দখল করে দোকান বসানো বন্ধ করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Scroll to Top