আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারার দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ঘটনার পর ইউএনও পরিদর্শনে যাওয়াকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে মারধর করেছেন দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা এলাকায় এঘটনা ঘটে।
মারধরের মোহাম্মদ ইসমাইল (৫৫) একই ইউনিয়নের সরেঙ্গা এলাকার বাসিন্দা এবং দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে রয়েছে বলে জানিয়েছে তিনি।
আহত সহকারী শিক্ষকে উদ্ধার করে নিয়ে আসা সিএনজি চালক মোহাম্মদ শাহিন বলেন, স্কুলে কিছুদিন আগে চুরির ঘটনা ঘটে। ইউএনওকে পরিদর্শনে নিয়ে আসায় তাকে মারধর করে। এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে নিয়ে আসি।
হামলার শিকার সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল বলেন, কিছুদিন আগে স্কুলে চুরির ঘটনা ঘটে। ঘটনারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার পরিদর্শনে যান। পরিদর্শনের কয়েকটি ছবি আমরা ফেসবুকে দিই।
আজ মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে কেন ইউএনওকে পরিদর্শনে এনেছি বলে আমাকে মারধর করে কয়েকজন যুবক। মূলত চুরির ঘটনার পরেই ইউএনওকে নিয়ে যাওয়ার কারণে আমাকে মারধর করছে তারা। স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণে রক্ষা পাই।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, বেশ কয়েকদিন আগে একটি স্কুলে পরিদর্শনে গিয়েছিলাম। তবে আজকের ঘটনার বিষয়টি আমার জানা নেই।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন