আনোয়ারায় চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ২

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ চোর চক্রের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত চোরদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার রায়পুর ইউনিয়নের কবির মাস্টার বাড়ির মো. মোস্তাফিজুর রহমানের পুত্র মো.আজিজুর রহমান বাবুল প্রকাশ বাবু (৪১) ও একই ইউনিয়নের একই বাড়ির দুদু মিয়ার পুত্র মো. শওকত হোসেন (৩১)।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে বাদী সুমি শীল উপজেলার সদরের বার আউলিয়া বিল্ডিংয়ের বাসা তালাবদ্ধ করে সন্তানকে নিয়ে স্কুলে যায়। সন্তানকে দিয়ে ১০টার দিকে বাসায় ফিরে দেখে দরজার তালা নেই। পরে খোঁজাখুঁজি করে দেখে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা।

পরে ভুক্তভোগী সুমি শীল বাদী হয়ে আনোয়ারা থানায় অভিযোগ করলে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে চোর চক্রের দু’জনকে গ্রেফতার করেন। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত ৩.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা বাদী সনাক্ত করেছেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনির হোসেন জানান, সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে চোর চক্রের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা তালা ভেঙে বাসা চুরির কথা স্বীকার করে ও চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোরদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top