আনোয়ারায় চাঁদা না পেয়ে ৪ শ্রমিককে কুপিয়ে জখম

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় চাঁদা না পেয়ে চার শ্রমিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী মো. সোহেল ওরফে ট্যাটু সোহেলের (২৮) বিরুদ্ধে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেঁয়াগড় স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে নির্মাণাধীন স্লুইস গেটের  ঠিকাদার মো. শাহীন বাদী থানায় অভিযোগ করেন। বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়।

জখম ৪ শ্রমিক হলেন- মোজাম্মেল হক খান (৩৬), মো. আরিফ (২১), আঙ্গুর মিয়া (৪৪) ও মতিউর রহমান (৫০)।

ঠিকাদার মো. শাহীন জানান, পানি উন্নয়ন বোর্ডের অধীনে কেয়াগড় স্লুইস গেট নির্মাণ কাজের মূল ঠিকাদারের কাছ থেকে আমি সাব কন্ট্রাকে উক্ত স্লুইস গেট নির্মাণের কাজ শুরু করি। ঘটনার দিন নির্মাণাধীন স্লুইস গেট এলাকায় এসে স্থানীয় ট্যাটু সোহেল আমাকে না পেয়ে উপস্থিত সবাইকে অকথ্য ভাষায় গালাগাল করে। এসময় নির্মাণস্থলে থাকা মালামালছড়িয়ে ছিটিয়ে ত্রাস সৃষ্টি করে। চাঁদা না দিলে কোনভাবেই কাজ করতে দিবে না বলে হুমকি দিতে থাকে। প্রতিবাদ করায় ট্যাটু সোহেল, মো. হাছান ও তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরো দুজন লোহার রড ও গাছের বাঠাম দিয়ে শ্রমিকদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর করে মারাত্মক জখম করে। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আনোয়ারা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে মো. সোহেল ওরফে ট্যাটু সোহেলের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নির্মাণাধীন স্লুইস গেটে চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের মো. সোহেল ওরফে ট্যাটু সোহেলের বিরুদ্ধে পটিয়ায় বিএনপি নেতার গাড়িবহরে হামলা, ব্যাংক ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top