আনোয়ারায় চলন্ত গাড়িতে গাছ চাপায় আহত ৪ 

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় একটি চলন্ত সিএনজি অটোরিকশার  উপর গাছ উপড়ে পড়ে চালক যাত্রীসহ ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ার সড়কের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত সিএনজি চালক মো. জামালকে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  তিনি রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের দুদু মিয়ার পুত্র। আহত অপর তিন মহিলা যাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকালে প্রবলবেগে ঝড়ো হাওয়া শুরু হয় আনোয়ারাতে। এসময় চাতরী চৌমহনী থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা বোয়ালিয়া মোড়ের দক্ষিণে করিম মাস্টারের বাড়ির সামনে এলে মূহুর্তেই বড় একটি আকাশমনি গাছ গাড়িটির ওপর ভেঙে পড়ে। এসময়  স্থানীয়রা দ্রুত গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের মেডিক্যালে প্রেরণ করে।

স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম নামে একজন জানান, চালক জামালকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হলে প্রায় ২ ঘন্টা পর তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়। তবে শুনতে পেরেছি তার অবস্থা এখনো আশংকাজনক।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, সড়কে গাছ পড়ে একটি দূর্ঘটনার খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ আছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top