আনোয়ারায় গ্রেপ্তার সক্রিয় দুই গরু চোর 

পুলিশকে স্মারকলিপি প্রদান

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় সক্রিয় গরু চোর চক্রের দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬) নভেম্বর ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচাইয়া গ্রামের আব্দুর রহিম (৪২), বটতলী ইউনিয়নের নূর পাড়ার সোলেমান সরদারের বাড়ীর আবু তালেব প্রঃ বাইল্লা (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন, ‌গরু চুরির মামলায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ তাদের রিমান্ড আবেদন করবে। গরু চোরের মুল চক্রটাকে গ্রেপ্তারের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, সাম্প্রতিক সময়ে আনোয়ারা উপজেলায় গরু চুরি বেড়ে গেছে। উপজেলার প্রধান সড়কে তেমন টহল পুলিশ না থাকার সুযোগ লাগিয়ে খামার থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছে চোরেরা। এই পরিস্থিতিতে গবাদি পশু গোয়াল ঘরে রাখা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন লালন–পালনকারী কৃষক পরিবারগুলো।

এদিকে আনোয়ারা উপজেলা সদরে অস্ত্রের মুখে জিম্মি করে একই বাড়ির দুই খামারির ৫টি গরু লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নিজেদের গরু নিতে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীদের মারধরেরও শিকার হয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০) অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর আবুল কালাম চৌধুরী চেয়ারম্যানের বাড়িতে এ গরু লুটের ঘটনা ঘটে। এতে গরু পালনের মধ্যে জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম পালিত গরুগুলো লুট করে নিয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছে দুই ক্ষতিগ্রস্ত পরিবার। অন্যদিকে বারখাইন ইউনিয়নে শিলাইগড়া গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এতে নিঃস্ব হচ্ছে বেশিরভাগ প্রান্তিক খামারিরা। গরু চুরি নিয়ে অসহায় আনোয়ারার ছোট থেকে বড় সব খামারি। এতে চুরি ঠেকাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে স্মারকলিপি প্রদান করেছে আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশন।

গতকাল মঙ্গলবার (৫) নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইশতিয়াক ইমন, অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ সমরঞ্জন বড়ুয়াকে এই স্মারকলিপি প্রদান করা হয়।

আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নুরুল হুদা জানান, গরু চুরি ও লুট যেন আনোয়ারায় আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এর স্থায়ী সমাধান চাই। চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন,‌ গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছে এর মধ্যে। খামারিদের পক্ষ থেকে একটি স্বারকলিপি পেয়েছি। খামারিদের নিয়ে একটা বৈঠক আয়োজন করছি। আমরা কঠোরভাবে দমন করব এবং এটা বন্ধ করব। ইতিমধ্যে চুরি ঠেকাতে উপজেলার প্রধান প্রধান সড়কে পুলিশের টহল টিম বাড়ানো হয়েছে। এছাড়া গরু চোরের মামলার আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top