চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শারমিন আকতার মুন্নি (২৮) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৪নং বটতলী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড পশ্চিম বরৈয়া গ্রামে এই অস্বাভাবিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ শারমিন আকতার মুন্নি (২৮) স্থানীয় সোদি প্রবাসী মোঃ আরিফের স্ত্রী বলে জানা যায়। সে রায়পুর ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড তেলিপাড়া গ্রামের মৃত কামাল উদ্দীনের মেয়ে।
জানা যায়, দিবাগত রাত আড়াইটার দিকে ফোনে তার সাথে কথা হয়। এর ঠিক রাত চারটার দিকে খবর আসে যে সে নাকি বাথরুমে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে পরিবারের লোকজন পালিয়ে যায়। এটা পরিকল্পিত হত্যা বলে দাবি করেন নিহতের স্বজনরা।
এব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন