পড়া হয়েছে: ২৭
চাটগাঁ নিউজ ডেস্ক: আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে জান্নাতুল মিফতা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জান্নাতুল মিফতা ওই এলাকার সৈয়দ নূরের মেয়ে।
রবিবার (৯ মার্চ) সকালে বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জান্নাতুল মিফতা ঘর থেকে বাইরে খেলতে যায়। তাকে ঘরের সামনে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন