আনোয়ারায় ইউএনওর সই নকল করে প্রত্যয়নপত্র, ২ জন ধরা

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারখাইন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র স্বাক্ষর জাল করে প্রত্যয়নপত্র তৈরি করায় এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে আনোয়ারা উপজেলার নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আনসারুল আলম বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

আটককৃতরা হলেন- শামীমা আকতার প্রকাশ সুমাইরা খানম সামু (৩২) বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের বাসিন্দা ও হাবিবুর রহমান (১৮) রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, আসামি শামীমা আকতার তার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে তা তদন্তের জন্য উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়। রোববার দুপুরে আবেদন সংক্রান্ত কাগজপত্র নিয়ে তিনি উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হন।

ডাটা এন্ট্রি অপারেটর ফারহাদুর রহমান (৩২) কাগজ যাচাইয়ের সময় প্রত্যয়নপত্রে ইউএনও’র স্বাক্ষর সন্দেহজনক মনে হলে যাচাই করে দেখা যায়, এটি জাল। পরে জিজ্ঞাসাবাদে শামীমা আকতার স্বীকার করেন, উপজেলা গেইট সংলগ্ন “ছাত্রবন্ধু লাইব্রেরি” নামের কম্পিউটার দোকানের মালিক হাবিবুর রহমান টাকার বিনিময়ে ইউএনও’র স্বাক্ষরটি এডিট করে প্রত্যয়নপত্রে বসিয়ে দিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়, আসামি দুজন পরস্পর যোগসাজশে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ও স্বাক্ষর জাল করে প্রতারণার উদ্দেশ্যে জাল প্রত্যয়নপত্র তৈরি করেছেন, যা ফৌজদারি অপরাধ।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ইউএনও’র স্বাক্ষর জালিয়াতির ঘটনায় এক নারী ও এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা গুরুতর অপরাধ। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top