আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘরের ভেতরে আটকে পড়া দুই কন্যাশিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে কবিরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশুদের বয়স আনুমানিক দেড় ও তিন বছর। তারা স্থানীয় বাসিন্দা ইসমাইলের সন্তান। পরিবারটি হাসান হাজীর বাড়িতে ভাড়া বাসায় দীর্ঘদিন বসবাস করে আসছে।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা বাইরে থাকায় ঘরের দরজা বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়ে শিশুরা। কিছুক্ষণ পর তাদের কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন দরজা খোলার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হলে আনোয়ারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনোয়ারা স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে তালাবদ্ধ দরজা খুলে শিশু দুটিকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মো. মাহিম বলেন, “শিশুরা আটকা পড়ার সময় তাদের মা ও পরিবারের সদস্যরা বাইরে কাজে ব্যস্ত ছিলেন। কান্নার শব্দ শুনে আমি ফায়ার সার্ভিসে খবর দিই। তারা দ্রুত এসে উদ্ধার অভিযান চালায়।”
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মজিবুর রহমান বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ দরজা খুলে শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করি। তারা সুস্থ রয়েছে এবং কোনো শারীরিক ক্ষতি হয়নি।”
উদ্ধারের পর শিশু দুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ





