আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বরৈয়া এলাকায় মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ একটি বসতঘরে আগুন লাগলে তা দ্রুত আশপাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, জামাল উদ্দীন (৪২), আহমদ নবী (৫০) ও আব্দুল আজিজ (৪৫)।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে তিনটি মাটির তৈরি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আনোয়ারা ফায়ার স্টেশনের লিডার মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
এ ঘটনায় আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় ১৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





