চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারা উপজেলার গহিরা জেলে পল্লীতে অগ্নিকাণ্ডে ছোটবড় ১০০ ঘর ও দোকান পুড়ে গেছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের উজান মাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, সাগরে মাছ কম থাকায় জেলেরা অনেকদিন অভাব অনটনে দিনাতিপাত করছে।সামনে সাগরে মাছ ধরতে যাওয়া জন্য জেলেরা ঘাটে কাজ করছিল। ওই সময় একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘাটে থাকা জেলেদের মালামাল রাখার শতাধিক ঘর, দোকান, জাল ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলেদের কোটি টাকার সরঞ্জাম।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার তানভীর হোসেন জানান, গহিরার জেলে পল্লীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তবে বেশিরভাগ মালামাল পুড়ে যায়৷
অগ্নিকাণ্ডে ছোটবড় প্রায় ১০০টি ঘর পুড়ে গেছে। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। ঘরগুলোতে জেলেদের ট্রলারের তেল আর জাল থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। পাশাপাশি বাতাসের কারণে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
চাটগাঁ নিউজ/এসএ