আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বন্দুকসহ শীর্ষ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দুইটি দেশীয় এক নালা বন্দুক, ৪টি চুরি, ২টি দা ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (৩০) ডিসেম্বর ভোররাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- আবদুর রহিম (৫৫) ও কলেজ ছাত্রলীগ নেতা মো. ইমরান (২৪)। সম্পর্কে তারা পিতা ও পুত্র। আনোয়ারা উপজেলার পশ্চিমচাল এলাকার বাসিন্দা। তাদেরকে আনোয়ার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আনোয়ারা সেনা ক্যাস্প সূত্রে জানা যায়, গ্রেফতার আবদুর রহিম দীর্ঘদিন ধরে ডাকাতি, মাদক ও ছিনতাই কাজের সাথে জড়িত ছিল। সে আদালতের সাজাপ্রাপ্ত আসামীও। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন, খুন, ডাকাতি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর অভিযান টের পেয়ে সে বাড়ির পুকুরে ডুব দিয়ে লুকিয়ে থাকে। পরে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় এক নালা বন্দুক, ৪ টি চুরি, ২ টি দা ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনির অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ