পড়া হয়েছে: ৩৬
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ও জুঁইদন্ডী ইউনিয়নে অবৈধভাবে বালু মহালে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বুরুমচড়া ইউনিয়নের মোহাম্মদ আবছারকে ৫০ হাজার টাকা ও জুঁইদন্ডী ইউনিয়নের আব্দুল কুদ্দুসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, ইজারা ছাড়া কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ