আনোয়ারায় অগ্নিকাণ্ডে দুই দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় অগ্নিকাণ্ডে অসহায় দুই দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের দক্ষিণ খুরুশকুল গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে স্থানীয় মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ ইদ্রীসের বসতঘর ও গোয়ালঘর পুড়ে যায়। এতে দুই পরিবারের অন্তত ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

ক্ষতিগ্রস্থ মোহাম্মদ ইসমাইল জানান, ভিটেবাড়ি না থাকায় বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ঘর বেঁধে কোনো রকম বসবাস করে আসছি। দুপুরে হঠাৎ আগুন লেগে মাথা গোঁজার ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন ধরেছে জানিনা। আগুন দেখে কোনো রকম প্রাণ নিয়ে বের হয়েছি, কিন্তু ঘরটাকে রক্ষা করতে পারিনি। এখন থাকার আর জায়গা নেই। খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে বউ বাচ্চা নিয়ে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর বলেন, ক্ষতিগ্রস্থ দুইটি পরিবার খুবই অসহায়। বসতঘর হারিয়ে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মংসুইনু মারমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top