চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, যদি আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই তাহলে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নগরের কুলগাঁও জামশেদ শাহ সড়কে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠন এলাকার অস্বচ্ছল মানুষের সেবায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। এ সময় চিকিৎসা সেবাপ্রার্থীদের বিনামূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশে আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মীর হেলাল বলেন, আগামীদিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
নারীর মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির গৃহীত পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যেই তারেক রহমান ঘোষিত ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, পরিবারের প্রধান নারীর নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
মীর হেলাল আরও বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার দোয়া চান।
২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহবায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবু ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সৈয়দ জাকারিয়া সেলিম, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি আজগর হোসেন কন্ট্রাক্টর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি সাইফুল ইসলাম টুটুল, বায়েজিদ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজগর হোসেন আজু, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি দোস্ত মোহাম্মদ প্রমুখ।
চাটগাঁ নিউজ/এমকেএন






