আদালত চত্বর থেকে যুবকের হাত ধরে কিশোরীর পলায়ন, নেপথ্যে যা জানা গেল!

চাটগাঁ নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও চট্টগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।যেখানে দেখা গেছে, সিনেমাটিক স্টাইলে এক ছেলে এক মেয়ের হাত ধরে দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। এ ঘটনা তাৎক্ষনিক সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়ে, বিভিন্ন নিউজ আউটলেটেও সেটি প্রচারিত হয়।

তাৎক্ষণিক বিষয়টি কৌতূহলের উদ্রেক ঘটালেও উদঘাটিত হয়নি রহস্য। পরবর্তীতে এ ঘটনার আসল রহস্য উন্মোচন করেছে সিপ্লাস টিভি।

জানা গেছে, যে মেয়েটিকে নিয়ে পালিয়ে যাচ্ছিলো সেই মেয়েটি ও তার পরিবার মূলত নগরীর বায়েজিদ এলাকার বাসিন্দা। মেয়েটি একটি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের কিশোরী নুসরাত। আর ছেলেটিও একই এলাকার বাসিন্দা জাহেদ।

কিশোরীর পরিবারের সাথে কথা বলে জানা গেছে, গত ২৪ আগস্ট সকালে প্রতিদিনের মতো স্কুলে গেলেও সেদিন আর বাসায় ফেরেনি নুসরাত। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তার পরিবার বায়েজিদ বোস্তামী থানায় নিখোঁজ ডায়রিও করেন। দীর্ঘদিন মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, চট্টগ্রামে মামলা করেন নুসরাতের বাবা।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………………………

চাটগাঁ নিউজ/আব্বাস/জেএইচ

Scroll to Top