চাটগাঁ নিউজ ডেস্ক: জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম এখন শুধু আইনি সহায়তা সেবার মধ্যে সীমাবদ্ধ নয়, বিরোধ মিমাংসার অন্যতম কেন্দ্রস্থলও বটে। লিগ্যাল এইড এডিআর এর মাধ্যমে স্বল্প সময়ে প্রতিকার পাচ্ছেন অসহায় বিচারপ্রার্থী জনগণ। দেশের আদালত সমূহ প্রায় চল্লিশ লাখ মামলার ভারে ভারাক্রান্ত। আদালতের বিদ্যমান-এ মামলাজট হ্রাসকল্পে লিগ্যাল এইড এডিআর কার্যকরী ভূমিকা পালন করছে।
বতর্মান সরকার আদালতের বিদ্যমান মামলাজট হ্রাসকল্পে কাজ করছে। তৎপ্রেক্ষিতে লিগ্যাল এইড অফিসকে বিরোধ মিমাংসার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলা হচ্ছে। লিগ্যাল এইড আপসে বাধ্যবাধকতা রেখে দেওয়ানী ও ফৌজদারী আইন এবং আইনগত সহায়তা প্রদান আইন এর দ্রুত সংশোধনী অধ্যাদেশ আনয়ন করা হচ্ছে।
আজ শনিবার (২৮ জুন) পটিয়া চৌকি আদালতে আইনজীবী সমিতি অডিটরিয়ামে আয়োজিত আদালতে মামলাজট হ্রাসকল্পে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের সম্প্রসারণ ও লিগ্যাল এইড অফিস” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম।
পটিয়া চৌকি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রুপন।
আদালতের সিনিয়র সহকারী জজ তানজিলা আক্তার এর সঞ্চালনায় এবং চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং পটিয়া চৌকি আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ নাজমুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য ও মামলাজট নিরসনে লিগ্যাল এইড এডিআর এর প্রয়োগ শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন প্রদান করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশ।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ সাউদ হাসান, পটিয়া আইনজীবী সমিতির সভাপতি এড. আশীষ কুমার চৌধুরী ও সাধারন সম্পাদক এড. সুজন কান্তি দেব, পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোঃ নাজমুন নূর।
চাটগাঁ নিউজ/এমকেএন