নিজস্ব প্রতিবেদক : পেশাদার আইনজীবী নন, প্রয়োজনীয় সনদও নেই, আবার আইনজীবী সমিতিতে তাদের কোনো নিবন্ধনও নেই। অথচ তারা বিভিন্ন আদালতে দিব্যি ওকালতি করে বেড়ান। যাদের কারণে পেশাদার আইনজীবীরা যেমন ইমেজ সংকটে পড়েন, তেমনি মক্কেলরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন নানাভাবে। আদালত পাড়ায় এরা টাউট বা ভুয়া আইনজীবী হিসেবে পরিচিত। আর এসব টাউটদেরকে চিহ্নিত করতে এবার নতুন কৌশল বেছে নিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
সমিতি মনে করছে, শিক্ষানবীশ আইনজীবীরা নিবন্ধিত হয়ে গেলে টাউটদের প্রকৃত সংখ্যা বেরিয়ে আসবে। তাই শিক্ষানবীশ আইনজীবীদেরকে সমিতির নিবন্ধিত হওয়ার জন্য নির্দেশনা জারি করেছে সমিতি।
আজ সোমবার (২১ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষানবীশ আইনজীবী এখনো পর্যন্ত নিবন্ধিত হননি তাদেরকে আইনজীবী সমিতির কাছ থেকে ফরম সংগ্রহপূর্বক নিবন্ধন ফি জমা দেয়ার অনুরোধ করা যাচ্ছে। শিক্ষানবীশ আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়ে শিক্ষানবীশদের ড্রেস কোড (লাল টাই) পরিধান বাধ্যতামূলক। সমিতির পরিচয়পত্র ও লাল টাই দৃশ্যমান রেখে ড্রেস কোড মানতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষানবীশ আইনজীবী হিসেবে নিবন্ধিত হওয়া যেসব আইনজীবীর আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদেরকে আগামী ৭ মে’র মধ্যে কার্ড নবায়ন করতে হবে। এছাড়া ২০২০ সালের পূর্বে নিবন্ধিত শিক্ষানবীশ আইনজীবীদের আইডি কার্ডও মেয়াদোত্তীর্ণ বলে গণ্য করা হবে।
আইনজীবী না হয়ে আদালতে আইন পেশা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে টাউট উচ্ছেদ অভিযান চালিয়ে সমিতির বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ