আতুরার ডিপোতে ভেজাল ঘি তৈরি, ব্যবসায়ীকে অর্থদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় পাম ওয়েল ও ক্যামিকেল দিয়ে ভেজাল ঘি তৈরির দায়ে মতিন এন্ড কোম্পানিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সাড়ে ১১টায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসূফ হাসান ও বিএসটিআই।

জানা যায়, আতুরার ডিপো এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল ঘি তৈরি করছিল মতিন এন্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। সকালে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসূফ হাসান ও বিএসটিআই। এসময় পাম ওয়েল ও ক্যামিকেল দিয়ে ভেজাল ঘি তৈরির দায়ে মতিন এন্ড কোম্পানিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top