চাটগাঁ নিউজ ডেস্ক: বিজিবি সদস্যদের হাতে আটক গরু ফেরত পেতে কক্সবাজারের টেকনাফে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই কর্মসূচির কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা হলেন— টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলের মো. কালুর ছেলে আবদুর রহিম ও একই গ্রামের মৃত ওলা মিয়ার ছেলে ফজল করিম, আব্দুর রহিমের ছেলে জসিম উদ্দিন ও হাসান আলীর ছেলে মো. শফিউল্লাহ।
ভুক্তভোগীরা জানান, গত ১৫ ডিসেম্বর চারটি গৃহপালিত গরু বেড়িবাঁধ এলাকায় গেলে হোয়াইক্যং বিজিবি ক্যাম্পের সদস্যরা আমাকে গরুগুলো আটক করে ক্যাম্পে নিয়ে কাস্টমস অফিসে হস্তান্তর করেন। এ ঘটনার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে গরুগুলো টেকনাফ কাস্টমস অফিসে থাকার কথা জানায়। পরে সেখানে যোগাযোগ করলে গরু ছাড়িয়ে নিতে কাস্টমস অফিসের কর্মকর্তারা দুই লাখ টাকা দাবি করেন। গরু ছাড়াতে বিজিবিকে আমরা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়েছি। গত ৮ দিন ধরে অনেক চেষ্টা করেও কোন কাজ হয়নি। তাই উপায় না পেয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও পুলিশের অনুরোধে আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে আমাদের গরু এখনো ফেরত পাইনি।
এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বারত অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা হলে কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাহার হোসেন বলেন, সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টির খবর পেলে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলাপ আলোচনা করে। অবরোধকারীদের কথা শুনে পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদের সহযোগিতায় তাদের অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়। প্রায় তিনঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি