আজ রোজা রেখেছেন জাতিসংঘ মহাসচিব, ইফতার করলেন রোহিঙ্গা ক্যাম্পে

চাটগাঁ নিউজ ডেস্ক : মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শুক্রবার রোজা রেখেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ইফতার করেছেন উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে। এসময় সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

গত বছর মিসর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সেসময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি।

এবছর রমজান উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রতি রমজানে, আমি বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের সাথে সংহতি সফর করি এবং রোজা রাখি। এই প্রয়াস বিশ্বকে ইসলামের আসল সৌন্দর্য মনে করিয়ে দেয়।’

বিস্তারিত দেখুন সিপ্লাসটিভির ভিডিও নিউজে :

Scroll to Top