আজ বেগম রোকেয়া দিবস

চাটগাঁ নিউজ ডেস্ক: আজ ৯ ডিসেম্বর (সোমবার) বাঙালি নারী শিক্ষার অগ্রদূত এবং সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্মবার্ষিকী ও ৯২তম মৃত্যুবার্ষিকী। নারীকে স্বপ্নের পথে হাটতে অনুপ্রেরণা দিয়েছেন তিনি।

বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক অভিজাত পরিবারে। ১৯৩২ সালের এই দিনেই তার জীবনাবসান হয়।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, বেগম রোকেয়ার কর্ম ও জীবনাদর্শের সাফল্যে অনুপ্রাণিত হয়ে সকলকে সাথে নিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্য অর্জনের পথে-বেগম রোকেয়া দিবসে আমি এ প্রত্যাশা করি।

প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, আমি আশা করি বেগম রোকেয়ার মতো নারীরা নিজ নিজ অবস্থানে থেকে সমাজের সুবিধাবঞ্চিত নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থা ও অবস্থান উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।

এদিকে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ রোকেয়া দিবস উপলক্ষ্যে ‘বেগম রোকেয়া পদক’ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। এ বছর ‘বেগম রোকেয়া পদক’ পাচ্ছেন কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ। চার দশকেরও বেশি সময় ধরে দাবা খেলছেন তিনি। সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাণী হামিদের পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

কায়সার হামিদ বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভূমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top