ক্রীড়া ডেস্ক: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে নতুন এক সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের অবস্থান এখনও অনিশ্চিত, যা আন্তর্জাতিক ক্রিকেট মহলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
আগেই ঘোষণা করা হয়েছিল, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার ভেন্যুতে ম্যাচ সরানোর অনুরোধ করেছে বাংলাদেশ, কিন্তু আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—ভারতে না খেললে অন্য কোনো দলকে যুক্ত করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে।
আজ বিকেলে দেশের ক্রিকেটারদের সঙ্গে পাঁচ তারকা হোটেলে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈঠকে ক্রিকেটারদের মতামত জানার পাশাপাশি, ভারতের মাটিতে খেলতে হবে কি না এবং বিশ্বকাপের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। এর আগে, বুধবার রাতে বিসিবি সভাপতি ও আরও কয়েকজন কর্মকর্তা ড. নজরুলের সঙ্গে বৈঠক করেছেন।
আইসিসি ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করলেও, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আশাবাদী, বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে পারবে। তবে তিনি স্পষ্ট করেছেন, সরকারকে চাপ দিতে চান না। ‘আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনড় রয়েছি,’ বলেন তিনি।
এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট মহলে বাংলাদেশ দল কীভাবে পরিস্থিতি মোকাবেলা করবে, তা আজকের বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






