আজ নয়, কাপ্তাইয়ের ১৬টি জলকপাট খুলবে মঙ্গলবার 
সিদ্ধান্ত পরিবর্তন

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদ এখন পানিতে টইটম্বুর। সেই পানিতে ডুবে আছে রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে শুরু করে হ্রদ ঘেঁষা অনেকের ঘড়বাড়ি।

জানা গেছে, পানির উচ্চতা ছাড়িয়েছে ১০৭ মিনস সি লেভেল (এমএসএল)। তাই পরিস্থিতি সামাল দিতে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের সব জলকপাট খুলে দিচ্ছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নেমে যাবে কর্ণফুলী নদীতে। যদিও জলকপাটগুলো খুলে দেয়ার কথা ছিল আজ সোমবার (৪ আগস্ট) বিকালে।

সোমবার  দুপুরে বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির পরিমাণ বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। তাই কাল সকালে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এমনিতে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু থাকায় বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে।

এর আগে রবিবার রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, হ্রদের উজানে ও ভাটিতে বন্যা পরিস্থিতি সামাল দিতে সোমবার বিকেলে জলকপাট খোলা হবে। কিন্তু নতুন পরিস্থিতি বিবেচনায় তা একদিন পেছানো হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, হ্রদের পানির গতি, প্রবাহ ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পানির চাপ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়, তবে জলকপাট আরও বড় পরিসরে খুলে দেওয়া হতে পারে।

স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ হ্রদসংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে। কর্ণফুলী নদী হয়ে এই পানি শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে মিশবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ

Scroll to Top