আজ চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক: আজ শনিবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। আজ বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭ যোগে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। যা সৌদি আরবের সময় রাত ৯টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, আজ শনিবার চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট শুরুর আগে আনুষ্ঠানিকভাবে হজযাত্রীদের বিদায় জানানো হবে। হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে বিমানবন্দরের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা এবং হজ এজেন্সিস অব এসোসিয়েশন (হাব) ও এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ বছর হজযাত্রীদের যাতায়াতের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবে ১৭টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ১৪টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। বাকি তিনটি ফ্লাইট যাবে মদিনায়। সবগুলো ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদিও আগের বছর চট্টগ্রাম থেকে ২২টি ডেডিকেটেট ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ। এর মধ্যে দুটি ফ্লাইট সরাসরি চট্টগ্রাম-মদিনায় এবং ২০টি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দায় যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক জানান, আজ বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী সৌদি আরব গমন করবেন। ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

উল্লেখ্য, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ করতে সৌদি আরব যাবেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top